তুমি জীবন বাজি রেখে
সারাজীবন করেছ সংগ্রাম,
তুমি তো গেয়েছ মুক্তির গান
মুক্তির তরে দিয়েছ তোমার জীবনটা বলিদান
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


বিশ্ব মাঝে ছড়িয়ে আছে তব নাম
গড়ে গিয়েছ সোনার এই দেশ
তোমার গুণের মোরা গাই যে গান
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


তোমায় নিয়ে লিখে শতশত কবি
শতশত কবিতা আর গান
এই বাংলায় অশেষ তোমার অবদান
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


মানবসেবা করেছ তুমি
নিজের জীবন বাজি রেখেছ রক্ষা করতে ভূমি
শত বছরের শত বাধা পেরিয়ে
গণমঞ্চে বিদ্রোহী হয়ে দাঁড়িয়ে
নির্ভীক হয়ে উচ্চার করেছিলে-
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'


সেই উচ্চারণে সেদিন
ফুলে উঠেছিল সাগরের ঢেউ
দোলায়মান হয়েছিল মাঠের ফসল
গাছগুলো সেদিন দিয়েছিল ছায়া,
বাংলার মানুষ যুদ্ধে গিয়েছিল
ছেড়ে দিয়ে পরিবারের মায়া।


তোমার সাথে সাথে বাঙালি
গেয়েছিল মুক্তির গান
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


নয় মাস যুদ্ধে হল ত্রিশ লক্ষ শহিদ
তাতে রক্ত ঝড়েছে বেশ
রক্ত দিয়ে স্বাধীন করেছি এই সোনার বাংলাদেশ।
সোনার কৃষক, জেলে, তাঁতি
সবার মুখে হাসি ফুটেছে বেশ।
স্বাধীনতা পেয়ে সবে গাইছে মনের সুখে গান
সে তো তোমারই অবদান
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


আজ আমরা পেয়েছি মুক্তি
পেয়েছি স্বাধীনতা, পেয়েছি অধিকার
পারি মোরা স্বাধীনভাবে চলতে, কথা বলতে
সে তো তোমারই অবদান
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


করে নিয়েছি মোরা মানচিত্রে স্থান
লিখিয়েছি বাংলার নাম
পেয়েছি লাল-সবুজের একটি স্বাধীনতার প্রতীক। সবুজ সে তো বাংলার সুজলা-সুফলা শষ্য শ্যামলের ভূমি
আর লাল সে তো শহিদের বুকের তাজা লাল রক্ত।
উড়ছে পতাকা প্রতিনিয়ত বাংলার ঘরে ঘরে
অফুরন্ত শুভেচ্ছা তোমায়
তুমি গড়ে গিয়েছ এই সোনার বাংলাদেশ।


গাই তোমার নামের জয়গান
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।