খোকা-খুকি আমরা সবাই শিখতে সর্বদা চাই
তাই তো মোরা শিক্ষালয়ে যাই।
শেখার তরে নাইকো লজ্জা, নাইকো ধর্ম-জাত
সবাই মোরা মিলে-মিশে শিখব দিবারাত।
হব বাংলাদেশের সম্পদ মোরা, দেশকে করব উন্নত
আমরা আছি শিক্ষালয়ে ছাত্রছাত্রী যত।
আমরা শিশু প্রভাত বেলায় দুলিয়ে চলি পা
রাগান্বিত হলে স্যার, মোদের শিহরে উঠে গা।
যখন লগ্ন প্রভাত হয় পার
খুলে দেয় শিক্ষালয়ে শিক্ষারই দ্বার।
শিখবো মোরা এটা মোদের মৌলিক অধিকার
শেখার তরে আমরা সবাই চেষ্টা করি বারবার।
ফুলের মতো সুন্দর মোরা, তুলার মতো নরম
ভয়ে থরথর কাঁপি টিচার যখন করে চোখ গরম।
কুটিকুটি কথা বলি মোরা লাগে সুন্দর বেশ
সোনার সন্তান হয়ে মোরা গড়ব এই দেশ।
মানবসেবায় এগিয়ে যাব, রাখব হাতে হাত
বন্ধু তোমার পাশে থাকব, আসুক যত ভয় করা গভীর রাত।
হিন্দু-মুসলিম-বৌদ্ধ না খ্রিস্টান জিজ্ঞাসে কেন এ পরিচয়
আমরা সবাই বাংলা মা'র সন্তান, এটাই কি যথেষ্ট নয়?
আমরা সবাই মানুষ, রক্ত সবার লাল
কতজনে জড়িয়ে আছে কত মায়াজাল !
শিক্ষার কোন নাইকো শেষ, মোদের নাইকো সব জানা
ইচ্ছে করে ফুলপরী হয়ে মেলে দিতে ডানা ।
ইচ্ছে করে সোনা পাখি হয়ে উড়ে যেতে বহুদূর
তবেই বুঝি শান্তি হতো মনেতে ভরপুর।
চলো বন্ধু, চলো রে বোন, চলো ওহে ভাই
শিক্ষালয়ে শিখতে মোরা যাই।