সোনালি সৌন্দর্যের নেই কোনো শেষ
আমার জন্মভূমি, সোনার বাংলাদেশ।


আমের বনে, জামের বনে পাখিদের মধুর গান
রজনীগন্ধা, বেলী, চামেলীর গন্ধে ভরে যায় প্রাণ ।
নদীমাতৃক এই দেশে নদীতে রমণীদের আনাগোনা
এখানে বাঙ্গালিদের স্বপ্ন আছে বোনা।
দামাল ছেলেদের রক্তে গড়া বাংলা ভাষা, স্বাধীন এ দেশ
আমার জন্মভূমি, সোনার বাংলাদেশ।


মাঠ ভরা সোনালি ধান, নদী ভরা জল
আকাশে মেঘপুঞ্জ অবিরাম করে ছলছল।
জ্যোৎস্না রাতে ঘুম জাগা পাখির গান, হাসি
বাঙালি মোরা, বাংলাকে বড্ড ভালোবাসি ।
সোনালি রাত্রিগুলো যেন প্রিয় রমণীর কেশ
আমার জন্মভূমি, সোনার বাংলাদেশ।