জল ভরা জমি ঝোপঝাড়ের ফোকর গলে
সরু কাঞ্চন পথ ধরে এগোয়
পলাশ পুকুরের মোড় ঘুরতেই হারিয়ে যায়
আবার আবছায়ার মতো আমবাগানের ফাঁকে ফাঁকে
অদৃশ্য দৃষ্টি তবুও চলে শ্রাবণ মেঘের নিচে
গঞ্জের খাল পেরিয়ে বেনাবন আদর মাখায়
ঘর্মাক্ত পায়ে বসুধা কণা লেপে যায় স্নেহে
থামছে না এখনও পেরিয়ে যায় কোন সময়পথ


তারপর ডোবার ধারে উপড়ে পড়া জামগুঁড়ির বিশ্রাম
ভেজা মুখে ঠিকরে পড়ছে কমলা আলো
চালা ভাঙা পাশের কুঁড়ে ঘরে আটকে যায়