যে নৌকো ফেরার কথা, ফেরেনি।
প্রতীক্ষার প্রহর কাটে সৈকতে;
ঢেউগুলি আঘাত হানে অবিরাম, অবিরত
শুধু ফেলে রেখে যায় দু একটা ঝিনুক;
যে শঙ্খ খবর নিয়ে আসার কথা, আসেনি।
যে নৌকো ফেরার কথা, ফেরেনি।


বালুচরে বানিয়েছি কুঠির,
আমার দরজা খোলা হাট।
লবণ বাতাসে কান্নারা পেয়েছে মুক্তি,
আজ সব সান্তনা ঢাকে সমুদ্র গর্জনে;
মন খোঁজে শুধু প্রাণের সত্তাকে।
ঝড় ছিল না, কোন দুর্বিপাকও
তবু যে নৌকো ফেরার কথা ফেরেনি।


জোয়ার নেমে ভাটা আসে, রাত শেষে দিন
মনের ঘরে জমতে থাকে অন্ধকার
দিগন্তে ক্ষীণ আলোর রেখা- আশা জাগে,
আবার মিলিয়ে দেয় এক নিরাশার ঢেউ।
যে নৌকো পেয়েছে অন্য দ্বীপের ঠিকানা
হয়তো সে কোনদিন ফেরে না।