তোমার চোখের ভেতর আমাকে নাও

চোখ-পোকা হব তোমার,,,,

আমি তোমার সাথে যে কোন জাহান্নামে যাব

যে কোন আলোতে,

যে কোন অন্ধকারে যাব

যে কোন 'যেকোনতায়'---