কেন তুমি চলে যাও
আকাশের তারার আলোয়
তোমার আবর রেখে যাও,
কেন তুমি আশ্ব নাও
বাঁশরীর ভাঙ্গা সুরে
রাত্রি পোহাও।
আমি, এক আত্মপ্রতারক
দক্ষিণাবহ পবন গতরে
যেন নিম্ব নিপীড়ক।
তোমার আচলে বর্ষা হাসে
অবিরাম, অনিমিখ
আমার ত্রস্ত আরশীতে
পিয়া তোমার মুখখানি
বেমানান, নমিত।
দুয়ার আমার অন্তরিত
ভালবাসা অনুপস্থিত
নিদ্রাহীন লোচন আঁকে
দুরাশয় তর্জিত।