"বিশ্বজুড়ে পবিত্র রমজান
মাসে হয় দ্রব্যমূল্যের হ্রাস,
ব্যতিক্রম আমাদের দেশটা;
মুনাফা-খোরেরা করে নিয়েছে গ্রাস।
তারা মেতে উঠেছে দ্রব্যমূল্য
বৃদ্ধির প্রতিযোগিতায়,
তাতে বিরুপ প্রভাব পড়ছে
জনসাধারণের জীবন যাত্রায়।
সরকারের প্রতি আমার আকুল আবেদন,
অবিলম্বে দ্রব্যমূল্য করুন নিয়ন্ত্রণ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে জনগণ,
এহেন পরিস্থিতি হতে চাই উত্তরণ।
পরিশেষে,এ পবিত্র মাসে
মুনাফা-খোরদের উদ্দেশ্যে বার্তা,
তোমাদের সকল কর্মকান্ডের
বিষয়ে অবগত সৃষ্টিকর্তা।
মৃত্যুর পর কিন্তু তিনি
চাইবেন জবাবদিহিতা
তাই অতি মুনাফালোভ
ত্যাগেই বিচক্ষণতা।"