হতাশা নয় , আলোর পথে আসুন
-----------------------------------------------
#বাসব রায়


গল্প , উপন্যাস , প্রবন্ধ এবং কবিতা লেখা শেখার প্রতিষ্ঠান কোথাও আছে কিনা আমার জানা নেই তবে থাকলে সুবিধে হতো ৷ ব্যাকরণ আর নিয়মকানুন মেনে কবিতা বা গল্প ইত্যাদি লেখা সম্ভব নয় ৷ কবি এবং লেখকদের স্বাধীন মত থেকে লেখা উপস্থাপিত হয়ে থাকে ৷ কবিতা বা গল্প উপন্যাস ইত্যাদি দেখেই বরং ব্যাকরণের সৃষ্টি হয় ৷


অভিযোগ আছে বা এমন অভিযোগ প্রায়ই করা হয় যে , সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নিয়মিত লিখে যাচ্ছেন তাদের অনেকেই নাকি কবিতার নিয়মকানুন মেনে লিখছেন না , ব্যাকরণ মেনে লিখছেন না , ছন্দমাত্রা প্রভৃতির ধার ধারছেন না ৷ এসব পণ্ডিতজন নিজেই কতটুকু কবিতা বুঝেন সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায় আর এমনতর গুণীজনেরা ইচ্ছে করলেই তো কবিতা / গল্প  বিষয়ক স্কুল বা মহাবিদ্যালয় খুলে বসতে পারেন ৷ এনারা শুধু সমালোচনায় পারদর্শী ৷


কবিতার প্রকৃত সংগাই আজপর্যন্ত নির্ধারিত হয়নি সেখানে এর নিয়মকানুনের কথা আসে কোত্থেকে ! সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে অনেকেই কবিতা বা সাহিত্য বিষয়ক বিবিধ লেখা লিখছেন ৷ লিখুক না , এতে কবিতার বাজারে কী আগুন লাগছে !
কবিতা হোক বা নাহোক কবিতার মতো করে লিখবার যে প্রয়াস বাংলা ভাষাভাষীদের মধ্যে আজও আছে এতেই ধন্য হওয়া উচিত ৷ যা আসে মনে লিখতেই থাকুন ৷ একদিন আপনার অখ্যাত লেখাটিই হয়তো সমাদৃত হয়ে উঠবে ৷


ছন্দ মাত্রা ইত্যাদি বিষয় নিয়ে ভাবলে কবিতা লিখা আর হয়ে উঠবে না ৷ বানানের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরী ৷ ফেসবুকীয় কবি বলে তাকে ফেলিয়ে দেয়ার ভাবনা মোটেই ভালো কাজ নয় ৷ লিখতে লিখতে একদিন এসব কমদামি কবি বা লেখকই সেরার জায়গাটা দখল করে নিতে পারেন ৷ আপনার ব্যাকরণ আর ছন্দমাত্রা নিয়ে ধুয়ে ধুয়ে জল খান ৷


অন্যের লেখা যতবেশি পড়তে পারবেন ততোবেশি নিজে লিখতে পারবেন ৷ লিখতে হলে পড়তে হবে ৷ পড়তে পড়তে আপনিও একটাসময় বিষয়ের ভেতর ঢুকতে পারবেন এবং অনায়াসে কিছু না কিছু লিখতে পারবেন ৷ এটা কবিতা হয়নি , এর ছন্দমাত্রা নেই ইত্যাদি বলে কাউকে নিরুৎসাহিত করা মোটেই ঠিক নয় ৷ বরং আপনার ভালো না লাগার জায়গাটি মেসেঞ্জারে তুলে ধরবেন এবং প্রয়োজনে এটি নিয়ে উভয়েই ভাববেন ৷


তবে দুর্বোধ্য কবিতা হয়তো কবিতার মান-এ গুরুত্বপূর্ণ কিন্তু সহজ-সরল পরিশীলিত ভাষায় সহজ ভাবনার কবিতাগুলোই পাঠকমনে আলোড়ণ তুলতে পারে ৷ বিষয়বস্তুকে শিল্পসম্মত উপায়ে লিপিবদ্ধ করলে তা পাঠকনন্দিত হতে বাধ্য ৷


তবে হ্যাঁ , শেখবার আছে অনেককিছুই যদি আপনি শিখতে চান ৷ কবিতার রূপকল্প বা ভাবকল্প একটি গুরুত্বপূর্ন বিষয় ৷ আপনি যা লিখতে চান তা অবশ্যই আপনার মৌলিক ভাবনার সৃষ্টি হতে হবে এবং বিষয়ের প্রেক্ষিতে নিত্যনতুন ভাবনা আপনার মাথায় ভিড় করবে আর সেজন্যই আপনি না লিখে থাকতে পারবেন না ৷


সমালোচনা গায়ে মেখেই আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর মানসিকতা থাকতে হবে ৷ পেছনে কে কী বললো আর তা নিয়ে আপনি মুষড়ে পড়লেন এটা ঠিক নয় - ৷ তাই হতাশা নয় , আলোর পথে আসুন - বাংলা ভাষাকে সমৃদ্ধ করুন -৷