পড়াশুনো আমায় শিখিয়েছিল একদিন,
ন্যায় অন্যায় কাকে বলে
প্রতিনিয়ত করছি  আপোষ
সেই অন্যায়ের সাথে
মেরুদন্ডটাও ভুলে গেছে আজ
কি কাজে সে আছে l
ক্রীতদাসের কথা পড়েছিলাম আমি গল্প উপন্যাসে
আজ হয়েছি নিজে ক্রীতদাস অর্থের তাগিদে
ক্রীতদাস বলে ডাকে না কেউ,
পরায় না বেড়ি  পায়
তবু আমি ক্রীতদাস,
মালিকের কথা মেনে চলি আমি
চলি তার দেখানো পথে
ন্যায় অন্যায় বুঝিনা আমি
মেনে নিই সব মুখ বুঝে
স্বাধীন দেশে আমি পরাধীন
এক শিক্ষিত ক্রীতদাস !