জ্যোৎস্নার আধো আলোয় ছায়া গুনি গুঞ্জনে
হেসে বসে দক্ষিণে মাধবিকা ঘনবনে, তব মনে।
উত্তরে হিম হাওয়া খেলা করে, আধাঁরের ফাঁকে ফাঁকে
সৃজনের সুখ পাখি রোজকার কূহু ডাকে,বাঁকে বাঁকে।


কপলের কালো টিপে আধাঁরের ছবি আঁকে
কাজলের কারুকাজে আখি জুড়ে সুখ রাখে।
এক রাশ আবেদনে আধাঁরেতে যায় খোয়ে
তাই বুঝি দিন আসে বেলা শেষে রাত হয়ে।