গরজে মেঘ, নামল বরষা
অঝোর বৃষ্টিপাতে,
বিনিদ্র আমি জানালার পাশে
বর্ষামুখর রাতে ।


পড়শিরা সব দিচ্ছে কপাট
নিভিয়ে ঘরের বাতি,
সুখনিদ্রার করে আয়োজন
কোমল শয্যা পাতি ।


আমি বসে ঠায়, একা জানালায়
রই বাইরেতে চেয়ে,
কত যে কথা মনে আসে যায়
স্মৃতির সরণী বেয়ে ।


জোর বৃষ্টিতে দূরের গাছটা
ঝাপসা'ই হয়ে গেল,
ফিকে হয়ে আসা কবেকার স্মৃতি
মন করে এলোমেলো ।


তাকে বলার কিছু যে ছিল,
তাকে দেওয়ার আছে যে বাকি,
এই অবসরে খুঁজছি যে তারে
অন্তর থেকে ডাকি ।


দমকা বাতাস, বৃষ্টির ছাট
শরীর শীতল করে,
স্মৃতি-ভারে মন হয় উচাটন
ছটফট করে মরে ।