কত শেকড় জমানো এই মাটি
কত আবদার পরিপাটি
কত বিশ্বাসে ভরা দেহ,
অলিখিত খুনসুটি!

সেই হামাগুড়ি ,আদরের কোল
আজ দুই পা ভীষণ সবল...

যেখানে ঠোকর খেলে,
বুকের কাঠামো জ্বলে

কেড়ে নিতে চাই সে অনল-

অদেখা পথে চলে যায় কান্নার জল।