দিনান্তে কাজের শেষে
বসেছিলুম পুকুর পাড়ে
একা স্বপ্নাবেশে।


সারা জগৎ স্তব্ধ
দিবাকর অস্তগামী
মন মনেই বদ্ধ।


হঠাৎ পড়ল চোখে
অবলা এক বধু এসে
দাঁড়াল সম্মুখে।


শুধোয় আমায় সে
বলতে পার কোথায় ছিলুম
কোথায় যাবো শেষে।


উত্তর এলো মনে
কবির কথা রবির কথা
ঋষির কথা ধ্যানে।


সুর্য তারা রাকা
দৃশ্যাদৃশ্য সবই তো
তারই আলোয় মাখা।


সগুণ নির্গুণ সে
বিশ্বে যা কিছু দেখি
তাতেই উদ্ভাসে।


জ্যোতির সে মহাসিন্ধু
বিবর্তনে যা কিছু
সবই তাতে বিন্দু।


স্ত্রী হোক বা ভর্তা
কাঙাল কিংবা রাজা
সবারই সে কর্তা।


পথ চলা শেষে
আনন্দে সবাই যাবো
তারই সাথে মিশে।