আজো কি কেউ চিঠি লেখে প্রথম প্রেমের অস্থির মহিমায়
রঙিন খাম, ইনল্যান্ড লেটার, অথবা খাতার ছেঁড়া পাতায়  
পিওন কাকু, বন্ধু, অথবা পাশের বাড়ির রানারের যতনে    
পৌঁছাত সে চিঠি প্রাপকের হাতে বাধা এড়িয়ে সাবধানে
সময় গিয়েছে কত, কেটেছে দিন, মাস একটি চিঠির আশায়  
কতশত ভাবনার উঁকি প্রতিদিন, দিবা নিশি রঙের দোলায়  
সামনে খোলা বই; প্রজাপতি মন রং মাখে হাজার কল্পনায়  
প্রিয়তম, প্রিয়তমা, সুচরিতা, সুপ্রিয়, কাব্যিক মনময় সম্ভাষণে    
লেখা সে চিঠি, অমিত শান্তি সুখের ধারা দুষ্টু মিষ্টি আবরণে    
তোলপাড় মন; আগলে রাখা হৃদয়ের কাছে; গোপনে বইয়ের মাঝে  
কি আছে লেখা চিঠিতে, জানতে অস্থির চোখ আড়াল খোঁজে  
ভয়ে ভয়ে থাকে, পাছে ধরা পড়ে যায়, মনে হয় দেখছে সবাই
বিস্বাদ লাগে খাবার, মাথা ঝিম ঝিম, নিরস উপন্যাস বা গল্পের বই
নিরালার খোঁজে চিলে কোঠা থেকে স্নানের ঘর অথবা পুকুর ঘাট
চঞ্চল মন দৌড়ে বেড়ায় তিন ভুবনের পারে খোঁজে তেপান্তরের মাঠ
ভাবনার স্রোতে পালতোলা নাও, কবিতার শুরু প্রেমের হাত ধরে
এক দেখাতেই সব পাওয়া, প্রেম কি আজো আসে এমন করে !        

সোনারপুর
১৩.০৯.২০১৯