জীবন মামার পাঠশালাতে অঙ্ক শেখায় মাসি
ভালো করে শিখে নিলে রইবি হাসি খুশী।  


এক এক্কে এক -  ভালো জিনিষ কিছু মানুষের
                      বাকিরা চেয়ে থাক।  
দুই এক্কে দুই  -    গরীব মানুষের ভালো হলে
                      ফুটবে মুখে খই।
তিন এক্কে তিন -  আয়েস করে কিছু মানুষ
                      বাকিরা সব দীন।
চার এক্কে চার  -  ভোটের সময় সবাই ভালো  
                      বাকি সময় ভার।
পাঁচ এক্কে পাঁচ  - বাছা আর কটা দিন পরে মরিস
                      ভোটের জন্য বাঁচ।
ছয় এক্কে ছয়   -  সোনা সত্যি কথা আর বলেনা
                      প্রাণে কি নেই ভয়।
সাত এক্কে সাত -  ভোটে জিতে খেল দেখাব  
                      করব কুপোকাত।
আট এক্কে আট -  ধরবি চুরি কেমন করে  
                      বেঁধেছি আট ঘাট ।
নয় এক্কে নয়  -   জেলের ঘানি টানবে সাধু  
                      চোর ডাকাতে নয়।
দশ এক্কে দশ  -   উন্নয়নের বাঁধ ভেঙেছে
                      বাজার জুড়েই ধস।              


মাথায় রাখিস নামতা গুলো সারা জীবন ধরে
গণতন্ত্র কাদের জন্য, কিসের জন্য, বুঝবি পরে পরে
বোবা কালা জড়বুদ্ধি দেশের সম্পদ, চালাক গুলোই পাজি।


সোনারপুর
০২.০৯.২০১৯