সাগর পারের স্তব্ধ বেলায়
কে শোনালে গান
দাঁড়িয়ে দূরে অভয় দিলে
শান্ত হল প্রাণ
তুমি কি সেই ভুবনমোহন !
সত্য হল অনুমান ।  

সোনারপুর
২২.০৫.২০১৯  

(“ অমর একুশ “ এর প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশ শব্দের কাব্য প্রয়াস)