সবুজই পারে দেখাতে আগামীর পথ  
মননে বুদ্ধিতে এগিয়ে যাবেই সবুজের রথ  
নতুন সমাজের নব সমীকরণ করে আবিস্কার
সবুজ বদলাবেই ঘুণধরা মননের রুদ্ধ দ্বার    
পথ করে নেবে এগিয়ে যাবার।


হলুদ পাতার ভাবনা হয়েছে জরাগ্রস্থ
শূণ্যতার আগে পথ করে দেওয়াই প্রশস্ত
সময়ের সাথে চেতনার বদল সর্বকালে শ্রেষ্ঠ
ঘরে বাহিরে সমভাবে এ কথা প্রযোজ্য
আগলিয়ে রাখলে পথ সমাজের অনিষ্ঠ।


সবুজ আগামীর বৈভব প্রাণের ঐক্যতান
নতুন সুরে নতুন দিনের গাইবে গান
নিশ্চয়ই দেখাবে নব চেতনায় পথের দিশা
চাইবেনা ওরা ভাব বিলাস হোক সর্বনাশা
সবার আগে মানুষকে জানাবে সম্মান।      

সবুজ বিনা ধংসের হয় সুচনা
নীতি প্রণয়নে রুপায়নে সবুজের অংশীদারি কাম্য
সবুজই আনবে পরিবর্তন কেন নয় বোধগম্য
আগামীর উত্তরাধিকার সবুজ, দেখাবে জাতিকে দিশা      
মুক্ত মনের আলোতে ঘুচাবে নিশা।


সবুজই আনবে বিপ্লব চিন্তার স্বচ্ছতায়  
গঠনে উন্নয়নে শিক্ষায় রাজনীতিতে সামাজিক প্রয়োজনে  
বাঁচাবে বিশ্বকে গতির সামঞ্জস্যতায় দুরন্ত অবনমনে  
জীর্ণ ভাবনাকে জানিয়ে বিদায় গড়বে সমাজ
মানুষের জন্য,  দূরহবে মানুষের লাজ।


প্রশস্ত হোক পথ সবুজের জন্য
হলদে পাতার আড়াল কাটিয়ে আসুক আলো
বাঁচুক সভ্যতা সহবস্থানের সমঝোতায়, হোক ভালো
সৃষ্টির আনন্দে ভুলের ক্ষত হোক নিরাময়
প্রতি আগামী হোক সুন্দর সম্ভবনাময়।
সোনারপুর
০৮.০১.২০২০