সৃষ্টির শুরু থেকেই হয়ে চলেছে, বিরামহীন আগামী
তবুও প্রশ্নগুলো নিরন্ন লোলুপতায় তাকিয়ে থাকে
গলি, তস্য গলির খোঁজে, ৭০হাজার বছরের ইতিহাসে
বিচিত্র প্রাণী জগতের মধ্যে এক রকম, ডারউইনের মতে
অস্তিত্বের লড়াইয়ে বাঁধনহারা বর্বরতায় ধংসের খেলায় জিতে
কেবল আমিই উত্তম, তুমি নও,  এটুকু প্রমাণের তাগিদে
তারপর, ক্ষমতার স্বাদ, টিকে থাকার কারনে অসংখ্য যুক্তি
গণহত্যাও বৈধতা পায়, উত্তরণের পথে পথে,  হাসে শক্তি।


শক্তির উত্তরণে গবেষণা, একের পর এক সাফল্য, উন্নত প্রযুক্তি
আরো শক্তি, নেই সন্তুষ্টি, আরো চাই, কিন্তু লক্ষ ঠিক কী  
প্রতিদ্বন্দ্বী কে, নিজেই নিজের ! নাকি স্বপ্নে দেখা অন্য প্রজাতি
আরো উন্নত মেধার অধিকারী, প্রযুক্তিই যার স্রষ্টা, গবেষণাগারে
মানুষের চেয়েও শক্তিধর, চেতনাশূন্য প্রজাতি, মানবের বিনাশে
ধংস যজ্ঞের পুরোহিত, নিয়ন্ত্রন কায়েম করছে উত্তরণের পথ ধরে !

সোনারপুর
০৮/০৬/২০১৮