শান্তির কবুতরটা আকাশে উড়িয়ে দিয়ে ফিরছিলাম
শিস দিতে দিতে, খুশীতে মনটা আনন্দে নেচে উঠছিল
তবুও ধরে রাখতে পারলাম না, সময় বাধা দিল।


ইতিউতি পড়ে থাকা লাশের কাছে জানতে চেয়েছিলাম
তোমরা এখানে কেন ? পাথরের চোখে কি দেখছ ?
লাশগুলো ঘৃণায় মুখ ফিরিয়ে বলেছিল – বিজয়।


ছড়িয়ে ছিটিয়ে থাকা বুলেটের খোল কুড়িয়ে দেখছিলাম
এগুলো কার কিছুই বুঝতে পারিনি, দেখলাম লেখা আছে
আগুনে কালো হয়ে গেলেও পড়া যাচ্ছে – অধিকার।


ছেঁড়া কাগজ গুলো বাতাসে উড়ে রাস্তায় ভেসে বেড়াচ্ছে
একটা আমার দিকে উড়ে এল, আমি তুলে নিলাম অনিচ্ছায়
সে প্রাণ পেল; অট্টহেসে বলে উঠল আমি গণতন্ত্র।


সোনারপুর
১৬.০৫.২০১৯