পাড়ায় পাড়ায় হচ্ছে সভা, কেউ বলে না কজের কথা  
হত ইতি গজর চালে আকাশ পাতাল ঘুরছে মাথা
হাত ভর্তি সব সাধকের  নানা ধাপ্পার লম্বা চোতা      
ওড়ায় ফানুস রঙ বাহারি,  জড় করে সব ব্যবস্থা।  


দিল দরিয়া প্রতিশ্রুতি,  ডোলের ব্যবস্থায় ভেজায় মন  
দশের মধ্যে দুই ধার্য, বাকি সব টন টনা টন  
দূরে রেখে সৎ ভাবনা, কাজের কথা চুলোয় গেল
হচ্ছে হিসেব; কার শেয়ালে কবে কটা মুরগী খেল ?


ওরে যৌবন;  পেতে মধু মৌবন আর কোথায় পাবি
আপন দেশেই পরিযায়ী, নয়ত শুয়ে বসে ভিক্ষাজীবী
কাজের জায়গা শ্মশান ভূমি,  লক্ষ্য ভেদের ঝান্ডা চুমি
হিংস্র ভাবনার মায়াজালে সব হারিয়ে, পেলি এক বন্ধ্যা ভূমি।  


ওঠ জেগে সব এক দীক্ষায়, প্রতি হাতে কাজ চাই
সুস্থ জীবন সুস্থ সমাজ, হটিয়ে সব ভন্ড গোঁসাই  
শ্রমের কোন রং হয় না, অসার ভাবনা মূল্যহীন
সব যৌবনের এক ভাবনা, কাজই হোক আলাদীন।  
  
সোনারপুর
৮/৪/২১