পাপ পুন্যের হিসাব মিলিয়ে, পণ্ডিত গণের বিশুদ্ধ গণনা
সমাজের মঙ্গলে, নির্দিষ্ট সময় অন্তর যজ্ঞের প্রয়োজন মন্ত্রণা  
অতপর, মহা সমারোহে সর্বধর্ম সমন্বয়ে যজ্ঞের দিন ঘোষণা
মহৎ উদ্দেশ্যে উপাসক, নিষ্পেষক, নিবারক, প্রচারক গনের উন্মাদনা।


উপাসকগণ নানা বর্ণের নিশানে সাজান কবরখানা হতে শ্মশান
নিষ্পেষক গণ শলাপরামর্শে ব্যস্ত, বুঝেনেন নিজ নিজ অবস্থান
মহান কর্তব্য সম্পাদনে ব্রতী নিবারকগণ, সঁপেন মন প্রাণ
চিৎকার, ছেঁদযুক্তির দুর্গন্ধে দূষন হলেও, নির্বিকল্প প্রচার মান।


উৎসাহী সাধুসন্ত, যোগী, মৌলবি, দরবেশ, ফকির, মুসাফির হাজির
জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় যজ্ঞক্ষেত্রে, কুরুক্ষেত্রে রাখতে নজির
সেবাই ধর্ম, সেবাই কর্ম, সেবা পরমধন, মহান কল্যাণ ফিকির  
মগ্ন সবাই ইষ্টনামে, মৃদঙ্গ করতাল মুধুরঙ্গে, তুলসী চন্দন তসবীর।


সাজ সাজ রব, সময় নির্ঘন্ট মেনেই আসে যজ্ঞের মহাক্ষণ
নগ্ন উত্তাপে, চৈতন্যের উল্লাসে হবে রাজসূয় যজ্ঞের সমাপন
যজ্ঞের টাটকা ছবি, পুণ্যের উপঢৌকন, গণমাধ্যম গরম সারাক্ষণ
পুন্যলোভী নর নারী দীর্ঘ প্রতিক্ষায়, অতন্দ্র সেবক নিবারক গণ ।


যজ্ঞাহুতি শুরু, কুন্ডলী পাকানো ধুম ঊর্ধাকাশে, করালি সকাশে  
উপাসক তেজদীপ্ত, আরো আহুতি চাই, তবেই কল্যাণ আসবে
অধিকারং, চৈতন্যং, কল্যাণং দদামি, নাচে লকলকে বারুদ শিখা  
উচ্চরবে তন্ত্রমতে আহুতি মন্ত্র, হ্রিং হ্রিং, ক্রিং করালি ঐ স-য়া-হা ।


সোনারপুর
২১.০৫.২০১৮