আমরা গরীব দেখতে কি পাও
যাচ্ছে কঠিন দিন,
পন্যের দাম আকাশছোঁয়া
বাজছে শোকের বীণ।


আজ কটা দিন কেটে গেলো
হয়নি খাওয়া মাছ,
গরীব যে তাই মাংস খাওয়ার
স্বপ্ন দেখাও লাজ।


মুচকি হেসে সেহরিতে আজ
খাচ্ছি পাতার শাক,
আমার হক আজ খাচ্ছে গিলে
চিল শকুন আর কাক।


উন্নয়নের জোয়ার ভাটা
বইছে শুনি রোজ,
আমরা গরীব কেমন আছি
রাখেনা কেউ খোঁজ।


মন্ত্রীমশাই দিচ্ছে ভাষন
মিষ্টি কথার ঝুড়ি,
থাকেন তিনি বেহেশতে তাই
বাড়ছে ক্রমেই ভুড়ি।


আমরা গরীব আমরাও মানুষ
একই মাংস আঁশ,
জীবন কেন মোদের কাছে
শুধুই দীর্ঘশ্বাস?