সুয্যি মামার রাগ কমেছে
হাঁক দিয়ে কয় মেঘপরী,
সেই খুশিতে মাতাল পবন
নাচছে দখিন উত্তরী।


নামলো বাদল থামলো দাহন
ভিজলো পথের ঘাস নুড়ি,
ডুবলো গাঁয়ের পুকুর নালা
জাগলো নতুন ফুলকুড়ি।


আঁকলো কে এই বাদল ছবি
কার হাতে সেই রংতুলি?
ডুব দিয়ে তার রহমধারায়
নাও ধুয়ে সব ভুলগুলি।