গাছতলাতে সেহরিতে কেউ
খাচ্ছে পাতার শাক,
মগডালেতে দুলছে বসে
দাঁড়কাঁকের এক ঝাঁক।


হচ্ছো অবাক! ভাবছো তুমি
কাঁকেদের কি কাজ?
রমজানেতে বাজার পুড়ায়
সেজে গোলন্দাজ।


এক গুলিতেই বাজারমূল্য
বাড়ায় দ্বিগুণ হারে।
আমার মতো ছোট্ট চড়াই
সইতে কি তা পারে?


নির্দয় লোভী দাঁড়কাঁকেরা
কেউ পাবি না মাফ।
মাজলুম আমি খোদার তরে
সঁপিলাম অভিসাপ।


কাঁকের রাজা পাবি সাজা
কূল পাবি না কেঁদে,
পাপের রশি ধরবে যেদিন
আষ্টেপৃষ্টে বেঁধেে।