তোর বুকেতে দূর্নীতিবাজ করছে যে দুর্নীতি
কেউবা আবার তাল মিলিয়ে করছে যে তেলবাজি।
তোর বুকতে জালেম শাসক করছে কতকিছু
এসিড নিয়ে ঘুরছে কেহ আমার বোনের পিছু।


সোনার মানুষ হাজার দোষে অন্ধকারে বন্দি
ওরা হ্বকের কন্ঠ রোধ করে আর বাতিলের সাথে সন্ধি।
ভাইরাল নামক নীল পাখিটা ছুটছে দিক্বিদিক
বোকা বাক্সের কল্যানে আজ সবাই সাংবাদিক।


দ্রব্যমূল্যের উর্ধগতি সিন্ডিকেটের খেলা
সিন্ডিকেটের আড়ালে সব বদশাসকের চ্যালা।
তোর বুকেতে কৃষক মজুর কাঁদছে অনাহারে
কেউবা আবার ভিনদেশেতে টাকার পাহাড় গড়ে।


স্বাধীন দেশের স্বাধীন ভিটা রক্ত দিয়ে কেনা
স্বাধীনভাবে বললে কথা যায়না সেটা মানা।
দেখছি আমি জানছি আমি বুজছি আমি সবি
সহ্য করছি মুখ বুজে সব হচ্ছি পাপের ভাগী।


আর কতোকাল থাকবি ঘুমে ঘনিয়েছে কালো সন্ধ্যা
আজকে যে তোর জাগার সময় কাটিয়ে আয়েশী নিদ্রা।
বাতিলের প্রাসাদ গুড়িয়ে দিতে জাগতে হবে তোর
জেগে ওঠ জেগে ওঠ বাংলা আনতে নতুন ভোর।