আমি যে এক নিরব কাকতাড়ুয়া
জীবন্ত আঁশ রক্তে মাংসে গড়া,
স্বাধীনভাবে বাঁচতে পারি না আমি
নিরুপায় হাতে অদৃশ্য হাতকড়া।


ক্ষমতা ভুখারী হায়েনা-শুয়োরেরা
নির্মম আর হিংস্র বেজায় লোভী,
আপন স্বার্থে আপোষ করে না কভু
সামনে যা পায় লুটেপুটে খায় সবি।


আমায় শুষে ফুলেফেঁপে ওঠে ওরা
মানুষ তো না নিজেদের ভাবে প্রভু,
খেতে খেতে দিন,মাস,যুগ কেটে যায়
তৃষ্ণা মিটে না খেতে চায় আরও তবু।


নিশ্চুপ হয়ে ঠাই দাড়িয়ে দেখি
নিরুপায় আমি সাধ্য নেই তো রুখার,
টিনটিন জ্বলে বাক-স্বাধীনতার আলো
মুখটি বুজে অনুমতি আছে দেখার।


সব জেনেশুনে হাল ছেড়েছি আমি
নিশ্চুপ হয়ে থেমেছি অবশেষে,
বেঁচে আছি বেশ এটাই অনেক ভাবি
মানব মুখোশে কাকতাড়ুয়ার বেশে।