সাঈদি তুমি গর্ব মোদের
তুমি এক ইতিহাস,
আল কুরআনের পাখি তুমি
বাতিলের মনে ত্রাস।
এ জাতির কাছে শোনালে তুমি
কুরআনের তাফসীর,
তাফসীর শুনে জাগলো ঈমান
সহস্র বিধর্মীর।
তোমার কন্ঠে বিজড়িত আজও
বাংলার শত মাঠ,
সাঈদী তুমি কোটি জনতার
মুকুটহীন সম্রাট।
জালিমের শত নির্যাতনেও
সদা উঁচু ছিল শির,
সাঈদি তুমি মহান নায়ক
শ্রেষ্ঠ শতাব্দীর।
বিদায় জানিয়ে চলে গেলে তুমি
আপন ঠিকানায়,
মায়ায় জড়ানো হাসিমুখ দেখে
এ হৃদয় কেঁদে যায়।
কোটি মানুষের মনে গেঁথে আছো
নেই শুধু দুনিয়াতে,
সাঈদী ও নাম থাকবে অমর
মুমিনের মোনাজাতে।