স্কুল কলেজের গভীর বন্ধুত্ব গুলো
আটকে রাস্তায় দেখা এক মুখ হাসিতে
ধনীর প্রাসাদে ছোট্ট ভুলের নেই ক্ষমা
তাই মনে ভয় তোমায় ভালোবাসিতে।


গরিব আমি টাকা নেই আছে পাজামা
আমিরের অহংকার কোথায় পাই আমি
আমার স্বপ্ন পুরায় না তাই , আমার সাধ
পূৰাব কেমনে তোমরা ভাব পাগলামি।


কফি কাপে চুমুক দিতে আমার সাধ জাগে
গাড়ি নেই , নয় আমার অট্টালিকায় বাস
তোমরা দেখ পৃথিবীর ফুলে ফলে পূর্ণ রূপ
আমার বেলায় কেন শুধু পোড়া কিছু ঘাস।


এতো বড় পৃথিবীতে ক্ষুদ্র মানুষ আমি
কত বড় আকাশ হাসে নিয়ে মেঘের সারি
তোমরা ও তো সবাই কত বড় বড়
ক্ষুদ্র হয়ে কি কারণে করব মুখ ভারী।  


জানি কান্নার দাম নেই তার চেয়ে ভালো
ছোট হয়েই যেমন আছি তেমন রই
পুরানো সব যখন যাচ্ছে আমায় ছেড়ে
নতুন আপন করিবার সাধ্য কোথা পাই ?