হে ১লা বৈশাখ ১৪২৭ তুমি এসেছ
ভয়ঙ্কর রুপ মাঝে আপন নিয়মে ,
আকাশে বাতাসে কান পেতে শুনি
লাক্ষ অদৃশ্য ভীষণ প্রলয় নিঃশ্বাস ক্রন্দনে।
হৃদয়ে অজানা আতঙ্কে ভীষণ শঙ্কায় !
রাজা প্রজা সবাই কেমন একই সরল রেখায় দাঁড়িয়ে কাঁপছে একই অজানা আতঙ্কে !
অবুঝ অন্তর বারে বারে ছুটে যেতে চায়  
উন্মুক্ত আকাশে নব চেতনায় এই নব বসন্তে।
নতুনের আগমনে আসবে আবর সুন্দর প্রভাত
তুমি ফিরে এস আবার সেই চেনা ছন্দে
এই ধরার আনন্দধামে,
যা কিছু কলঙ্ক পাপ ধুয়ে মুছে যাক
ঐ শুভ্র শিখর হতে পবিত্র জলধারা যেথায় নামে!
এই বিশ্ব প্রকৃতির বুকে কোটি কোটি চেতনায়
যেখানে এতটুকু প্রাণে অঙ্করণ হয়েছিল!
এভাবেই যদি তিলে তিলে জীবন হারিয়ে যায় মৃত্যু মিছিলে।
সময় এসেছে চল সবাই ফিরে যাই আপন আপন  ঘরে আবার,
নিজেকে জানার ও চেনার এল সেই শুভ সময় এবার।
আমরাই তো পারি বিশ্ব মানবতার সুরে দীপ্ত বলিয়ান কণ্ঠে গাইতে বিজয়ের গান !
সারা বিশ্বের আঙিনায় দৃষ্টান্ত রাখতে  
আমরাই পারি দিতে মৃত সঞ্জিবণীর সন্ধান।
-----------------------
০১/০১/১৪২৭
বহড়ু,জয়নগর