হাতে যে প্রচুর কাজ।
কি লিখব আজ!
ভীষণ ঠান্ডা পড়েছে আজ
সবাই কেমন আজ?

মন চায় আপনাদের সাথে
ভাবনায় দিন কাটাতে,
কিন্তু তা পারছি কৈ?
সমস্যার পাহাড়ে রই।

"মুখে হাসি নেই কোনো
সময়টা কেমন যেন!
ছন্নছাড়া এ কেমন জীবন!
অকালেই যত পদস্খলন।"

--------------------