৷৷ সেয়ানায় সেয়ানায় কোলাকুলি ৷৷

------বিশ্বরুপ

ভাবছে বসে মোচটা কষে
             দাবার ঘুটির চালটা
শক্ত হাতে হালটা ধরে
            ঘোড়ার আড়াই দানটা।

মুন্ত্রী রাখ রাজার পাশে
               কিস্তি মাত করতে
বোড়ের চালে নৌকা খেলে
               গজের রাস্তা ধরতে।


এমন সময় অপর দিকের
                সৈনিক এল এগিয়ে
কপট চালে মুন্ত্রী গেল
                 মগজ দিল ঘুরিয়ে।


সেয়ানে সেয়ানে খেলাটা এবার
                       জমেছে দাবার কোটে,
চিন্তার রেখায় কপাল ভাঁজ
                        জলন্ত বিড়িটা ঠোঁটে।


এই সমাজের জন স্রোতে
                    বালির বাঁধের মত
দুষ্ট লোকের ফন্দি ফিকিরে
                    হচ্ছে সমাজ ক্ষত।


বুদ্ধি কষে তাদের ধরেই
                    শাস্তি দাও কঠিন,
সমাজ স্বার্থ রক্ষা করে
               আসুক দেশে সুদিন।।

----------------
29/02/2020
বহড়ু