তোমারই জন্য কবিতা নতুন প্রতিটি সকাল
অমোঘ প্রেমের সাক্ষী হয়েছে এই মহাকাল ৷


তোমারই জন্য বৃষ্টিরা নামে উঁকি দেয় নীল
রোদের চাদর মুড়ে উড়ে যায় দুটো গাঙচিল


তোমারই জন্য প্রজাপতি মেলে পাখনা রঙিন
ক্যানভাস জুড়ে স্বপ্ন রঙিন অন্তবিহীন ৷


তোমারই জন্য জোয়ার ভাঁটার খেলা সারাদিন
কানে কানে বলে দুঃখের মাঝে লুকিয়ে সুদিন


তোমারই জন্য মাঠের প্রান্ত আকাশের গায়
দুর থেকে আসা ভাটিয়ালি সুর ক্লান্তি ভুলায়


তোমারই জন্য রাতের তারারা সারারাত জাগে
অালতো ছোঁয়ায় ঘুমের আভাস প্রহরের রাগে


তোমারই জন্য আমি সারাদিন কবিতার সাথে
লিখি আর জুড়ি ছন্দের মালা আপনার হাতে


তোমারই জন্য আজকের আমি জীবন আমার
আত্ম-স্বরূপা হয়ে যেন ফিরি আরো একবার ৷