তুমি মেঘ হবে আমার ? কিংবা রোদ্দুর ?
আমি হয় ভিজবো না হয় জ্বলবো–
হয় জ্বলবো না হয় ভিজবো ;
তবু হবে আমার মেঘ ? কিংবা রোদ্দুর ?
হবে এক দীর্ঘ ক্লান্তি শেষে
হঠাৎ নেমে আসা এক পশলা বৃষ্টি ?
কিংবা তীব্র শীতে কম্পমান দেহে
উত্তাপ ছড়িয়ে দেয়া এক চিলতে রোদ ?
তুমি আমার মেঘ হবে ? কিংবা রোদ্দুর ?
আমি যত্নে সাজিয়ে রাখবো তোমায়
আমার একার এবং কেবল একার আকাশ
জুড়ে, তপ্ত দুপুর কিংবা উদাসীন বিকেলে ;
বলো হবে আমার মেঘ ? কিংবা রোদ্দুর ?