আমি নদীর পাড়ের ছেলে
বোরহানুল ইসলাম লিটন
==============//
আমি নদীর পাড়ের ছেলে।
দিনটি কাটে নদীর বুকে
কর্মে হেসে খেলে,
আমি নদীর পাড়ের ছেলে।
গরু চরাই নদীর তীরে
সবজি ক্ষেতে বসে,
হাল চাষেতে লুঙ্গিখানা
গিট্টু মারি কষে।
হাঁস ছেড়ে দিই নদীর বুকে
হাল বয়ে যাই মনের সুখে
হাতটি বাড়াই পরের দুখে
শান্তি ভরা দিলে,
আমি নদীর পাড়ের ছেলে।
নৌকা ভরে মানুষ আনি
করতে সদা পাড়,
ঘাত-আঘাতে বুকটি পাতি
মানতে নাহি হার।
মাছ ধরি জাল বড়শি ফেলে
গান গেয়ে যাই নৌকা ঠেলে
দিন কেটে যায় হাসতে খেলে
দক্ষ মাঝি জেলে,
আমি নদীর পাড়ের ছেলে।।
********************//
=================//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৪/২০২০ইং।
ভীষণ ভালো লাগলো ।
অফুরন্ত শুভেচ্ছা রইলো কবি ।
ভালো থাকুন ।
সুপ্রভাত ।
শুভেচ্ছা অনন্ত।
প্রভৃ্তি মিলে প্রকৃ্তির অপরুপ বর্ণা ।
একেবারে জীবন্ত কাব্য ।
হাজারো শু্ভেচ্ছা, ভালো্বাসা ও শু্ভকামনা প্রিয় কবি ।
ভালো , সু্স্থ ও সাবধা্নে থাকুন সবসময় ।
দারুন ভাবে জীবন্ত হয়ে উঠেছে
প্রিয় কবির মেধাবী কাব্যপ্রয়াসে।
খুবই ভালো লাগল,
শুভ কামনা রইল।
অনবদ্য উপস্থাপনা ।
শুভেচ্ছা প্রিয়কবি , ভাল থাকুন সদা ।