অন্তিম আলো
বোরহানুল ইসলাম লিটন
==============//
তোমারই নামে করিলাম শুরু
হে রহিম রহমান,
সৃজন করিয়া আলোর পৃথিবী
মোদের করেছো দান।
দিয়েছো বিধান শান্তির আলো
চলিতে সত্য পথে,
হিতাহিত জ্ঞান করিয়াছ দান
শক্তি দেহের রথে।
স্বজনে ভজনে ভরিয়া পৃথিবী
মায়ায় রেখেছো ভরে,
সাম্যের গান ভায়ের বাঁধনে
দিয়েছো হৃদয় গড়ে।
গাছ ফুল ফল নদী ভরা জল
চন্দ্র আকাশ বায়ু,
সৃজিয়েছো জীব অধীন করিয়া
বাঁধিয়া দিয়েছো আয়ু।
ফসলের মাঠ সুরুজের আলো
কতো না জীবের খেলা,
রসের রঙ্গ ভরিয়া দিয়েছো
বসিতে ভবের মেলা।
সৃজনের কালে বলেছিলে সবে
রাখিও নিজের মান,
সত্য বিধানে নতশিরে থেকো
করিতে সকলি দান।
দলেছি সহায় আজ অসহায়
কৃপা করুণায় তবু,
ক্ষমার চাদরে ঢাকিতে আদরে
রক্ষ মোদের প্রভু।
================//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০৪/২০২০ইং।
অনবদ্য কাব্য সৃষ্টি । মানুষকে সুখ, শান্তি, ও মুক্তি
দেয়ার জন্য আল্লাহর কাছে নত শিরে আকুল আবেদন ।
হাজারো শু্ভেচ্ছা ও শু্ভকামনা প্রিয় কবি ।
সু্স্থ ও নিরাপদে থাকুন সবসময় ।
শুভ কামনা রইল।
সেই প্রভুকেই করি সর্বদা অবহেলা!
জানি না কেমনে কাটবে
আগামী বেলা!
মনের মত একটা সুন্দর কবিতা পড়ে
মুগ্ধ হলাম প্রিয় কবি, শুভ কামনা রইল।
শুভেচ্ছা অনন্ত।
ভালো লাগা রইলো।