অণুগুচ্ছ
======================@@@
(১) মনুষ্য প্রাণ
মনুষ্য প্রাণ দু’কদমে বাঁচে
হলে কভু চারপেয়ে,
ভুলতে পারে সে অর্ধেক আয়ু
চান্দের পানে চেয়ে!
(২) প্রাণের টান
মরেও হলো না লাভ,
স্পন্দন আজও জিইয়ে রেখেছে
পৃথিবীরই যতো চাপ!
(৩) দুখের দান
হৃদয়ের ভাঁড়ে জমেছে যা ধন
যেটুকু তার নিখাদ,
দ্বিধাহীনে বলি দিয়েছে তা এনে
দুখের আর্তনাদ!
(৪) ভেবে দেখো!
ভেবে দেখো মুছে ক্ষত,
খাসা অন্তর কখনো হারে না
সুপ্ত বীজের মতো!
(৫) মাটির আকাশ
আকাশ কখনো নামে না এ’ ভবে
আমি দেখি তার ভাল,
দুঃখ বা সুখে যেভাবেই থাক
মাটি মাখা চিরকাল!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/১১/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ অপরাহ্ন, প্রিয় কবি।
তবে পাঁচ নম্বর অসাধারণ!
ভালো থাকো সবসময় প্রিয় ভাই এবং কাব্য লিখে চলো মনের আনন্দে।
শুভ কামনা রইল দিদির।
রাশি রাশি ভালোলাগা নিয়ে গেলাম সম্মানিত কবি,
অনাবিল শুভকামনা জানবেন।
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা নিরন্তর।
শুভসকাল , হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।