বাঘের দৌড়
====================@@@
সুজল গাঁয়ে করতো বাস এক
ভীষণ পাজি বাঘ,
রোজ সে খেতো চুরি করে
পরের ভেড়া ছাগ।
এক নিশীথে চুপিসারে
ঢুকলো বুড়ির ঘরে,
ছাগ ছিলো তার পাশেই শুয়ে
চুপটি খাটের পরে।
ডাকলো বুঝেই ব্যা,
ঘুমের ঘোরে কয় বুড়ি তুই
চিন্তা করিস ক্যা!
কাক ভাবে এ ভীষণ বিপদ
দেখেই বাঘের দৌড়,
টুনটুনিটা? জানান দিলো
’ভোর হয়েছে ভোর!’
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০৯/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
শুভকামনা রইল।
শুভসন্ধ্যা, অশেষ অশেষ শুভকামনা , প্রিয়কবি , ভাল থাকুন সদা ।
ভাগ্যিস ভোর হয়েছিল--
সুন্দর ছড়া কাব্য!
ভালো থাকো সব সময় ভাই।
শুভকামনা রইল দিদির।
--- শুভ কামনা নিরন্তর ---
ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়
একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
খুবই ভালো লাগল
প্রিয় কবি।
অনেক শুভ কামনা রইল।
সুন্দর ভাবনা।
লাগল শুভেচ্ছা জানাই
সত্যি মনোমুগ্ধকর ও প্রশংসনীয়
আপনার জন্য দোয়া রইলো।