বিদায়ের কালে (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
==============//
মন বুড়িটা কাঁদছে একা
উঠোন বাতায় বসে,
দেখছে চেয়ে ঘরখানাটি
পড়ছে দেয়াল খসে।
ক’দিন আগে ঘরটা ছিল
রঙ্গে ঢঙ্গে ভরা,
দিন দুবেলা পেরিয়ে যেতে
ঘিরছে ঘুণের জরা।
খর বিহনে ঘরের চালা
ফেলছে দুখের শ্বাস,
চার দেয়ালে মন খেয়ালে
জীর্ণ ব্যধির বাস।
পাল্লা হীনে জানলা মনে
বিষন্নতার ঢেউ,
দুঃখ ভরা দোরের জরা
জানলো না তার কেউ।
শেষ বিদায়ে ব্যস্ত ধরা
বন্ধু স্বজন এসে,
বলছে কানে সঙ্গোপনে
ব্যঙ্গ মায়ায় হেসে।
চাচ্ছে কেহ পাতিল হাড়ি
জানলা বা কেউ দোর,
খুলছে কেহ চালের বাতা
কেউ বা আশার ভোর।
নয়কো হেলা বিদায় বেলা
বলতে পাড়ার লোক,
নাকের জলে ভর বিকেলে
করছে নানান শোক।
=================//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০৪/২০২০ইং।
ছন্দের সু্রে সু্রে দারুণভাবে ফুটে
তুলা হয়েছে । চমৎকার প্রকাশ , পাঠে মুগ্ধ
হলাম অনেক ।
অসংখ্য শু্ভেচ্ছা, ভালোবাসা ও শু্ভকামনা প্রিয় কবিবর ।
সু্স্থ ও সাবধা্নে থাকুন সবসময়
প্রিয় কবিকে একগুচ্ছ শুভেচ্ছা ও শুভকামনা রইলো । ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ।
শুভসন্ধ্যা ।
অনেক ভালোলাগা রইল,শুভেচ্ছা কবিকে।
সবিনয়ে জানাতে চাই-
বড়ই কঠিন সময় পার করছি আমরা।
এখন সার্বিক সচেতনতার কোন বিকল্প নেই।
সব রকম ঝুকি মুক্ত থেকে নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন।
কিন্তু সারাটা জীবন যা নিয়ে থাকি বেখেয়াল ।
অসাধারণ উপমা আর ছন্দের ব্যঞ্জনায় মূল্যবান এক লেখা । সতত শুভেচ্ছা প্রিয়কবিকে । ভালো থাকুন সর্বদা ।
তখনকার দৃশ্যটা এমনই হয়!
সঠিক উপলব্ধির সত্য উন্মোচন।
অনন্য কাব্যপ্রয়াসে মুগ্ধ হলাম,
শুভ কামনা রইল প্রিয় কবি।
শুভেচ্ছা রইল
যার কেহ নাই তার বেলায় খাঁটী ঘটনা ।
সুপ্রভাত, সুন্দর কাব্য ।
প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা , ভাল থাকুন সদা ।