চশমা
বোরহানুল ইসলাম লিটন
===============
সকালে কিনেছি রঙিন চশমা
কত যে আমার ঢং,
দুপুর বেলায় চোখে দিয়ে দেখি
নেইকো কোথাও রং।
বিকালে বেড়াতে ভবের বাজারে
কত যে লোকের বলা,
সন্ধ্যাবেলায় হাতে নিয়ে দেখি
দু-ধার হয়েছে ঘোলা।
একই অঙ্গে এতো রূপ তার
ভাবিনি কখনো মনে,
কখনো মুগ্ধ কখনো হতাসে
দেখেছি প্রতিটি ক্ষণে।
*********************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০২/২০২০ইং।
প্রিয় কবিকে অসীম শুভেচ্ছা ও শুভকামনা জানাই ।
ভালো থাকুন সবসময় ।
শুভেচ্ছা অনন্ত।
সুন্দর প্রকাশ কবি
ভালো থাকবেন