ইঁদুর
====================@@@
ঘুরছে ইঁদুর ঘর বাহিরে
হায়রে এ কোন বেশ,
চারপাশে যা বিড়াল ছিলো
ভয়েই নিরুদ্দেশ!
ঘাটের নীচে দোর বা চালে
নেই কোথাও ফাঁক,
চক্র হারে বাচ্ছা দিয়ে
গড়ছে আরও ঝাঁক।
পানির কলস চালের হাঁড়ি
উঠোন হেঁসেল ঘর,
সব করেছে ওরাই দখল
কিংবা ওদের চর।
কাগজ কাপড় পাচ্ছে যা তাই
কাটছে বেশুমার,
নিদ এলে তার বক্ষে বসে
গুনছে ক’টা হাড়।
গর্ত খুঁড়ে বাম ডানে রোজ
করছে ডিজাইন,
বন্ধ করলে এক সেথা ফের
গড়ছে রেগে তিন।
ইচ্ছে মতো করছে ক্ষতি
তবু দিলে গাল,
আজ যার আছে জামার পকেট
থাকছে না আর কাল।
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫-০৯-২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
আমার মনেহয় ভালবাসার সাথে সহবস্থান এই সমস্যার সমাধান।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
শুভেচ্ছা কবি। ভালো থাকবেন সবসময় খুব।
খুব ভালো লাগলো।
নিয়ত শুভকামনা রইলো প্রিয় কবি।
ভাবছ ভায়া কি?
নাচবে রাধা পোড়ালে কি
সাত‘মন ঠিক ঘি!
ফাঁদ পেতেছো! চার দিয়েছো!
পড়বে না তো ধরা
চুকলি কেটে চার খাবে সে
এমনি পাজীর পারা!!
করছে নাজেহাল
এই সমাজে এমন সবি
দেখছি আজকাল।
বাস্তবতার প্রতিচ্ছবির অসামান্য ছড়া।
হার্দিক ভালোবাসা ও শুভকামনা জানাই সুন্দর ও সুস্থ থাকুন সবসময়।
অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন রইলো কবি।
আপ্লুত , সুন্দর বিদ্যতাপূর্ণ কাব্যে ।
শুভসকাল, প্রিয়কবিকে শুভেচ্ছা জানাই , ভাল থাকুন অহরহঃ ।
শিক্ষা দীক্ষা আকাশ মাটি করবে দখল।
শেষে চোখ রাঙিয়ে বলবে ওহে বিদেশী তফাত যাও
মুখের উপর ঝুলিয়ে দেবে একটা খুড়োর কল ।
রক্তিম শুভেচ্ছা ।
ভাবনাময় লেখনী প্রকাশ।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় সম্মানিত কবি ।
ভালো থাকুন সতত
ওরা কিভাবে উঠছে ফুঁড়ে...বড় ভয়ের ব্যাপার...এদের যতই করো প্রহার...সিঁদ কেটে করবে ছারখার...সুন্দর কাব্যরসের ছড়া....পড়তে পড়তে একটু হেসে নিলাম আর মনেতে রইল ধরা...দারুণ রঙ্গ ভরা।
ভালো থাকুন প্রিয় কবি।অনাবিল শুভেচ্ছা রইল।