ইঁদুর
====================@@@


ঘুরছে ইঁদুর ঘর বাহিরে
হায়রে এ কোন বেশ,
চারপাশে যা বিড়াল ছিলো
ভয়েই নিরুদ্দেশ!


ঘাটের নীচে দোর বা চালে
নেই কোথাও ফাঁক,
চক্র হারে বাচ্ছা দিয়ে
গড়ছে আরও ঝাঁক।


পানির কলস চালের হাঁড়ি
উঠোন হেঁসেল ঘর,
সব করেছে ওরাই দখল
কিংবা ওদের চর।


কাগজ কাপড় পাচ্ছে যা তাই
কাটছে বেশুমার,
নিদ এলে তার বক্ষে বসে
গুনছে ক’টা হাড়।


গর্ত খুঁড়ে বাম ডানে রোজ
করছে ডিজাইন,
বন্ধ করলে এক সেথা ফের
গড়ছে রেগে তিন।


ইচ্ছে মতো করছে ক্ষতি
তবু দিলে গাল,
আজ যার আছে জামার পকেট
থাকছে না আর কাল।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫-০৯-২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন