ইনসাফ
বোরহানুল ইসলাম লিটন
==============//
বল দেখি মা? আমরা ধনী
ওরা গরীব কালো,
সূর্য কেন দেয় দু-জনায়
সমান ভাবে আলো?
মা হেসে কন, বুঝলি খোকা
এই হলো ইনসাফ,
বাটখারা আর পাল্লাতে দেয়
সমান ভাবে মাপ।।
**********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/০৩/২০২০ইং।
ভালো থাকবেন ।
মানুষের সম অধিকার নিশ্চিত করতে।
খুবই ভালো লিখেছেন প্রিয় কবি।
শুভ কামনা রইল।
ভালো থাকুন সুস্থ থাকুন কবিবন্ধু।
আকাশ বাতাস ঝর্ণা ধারা নদী কিবা তাও;
গুণ মানেতে শীর্ষে তারা তারায় তারায় রাতি
ধন ধনী জন করতে কোতল জ্বালায়
কলুষ বাতি।
কলুষতার বিষ সে ভাপে কানতে চলে ধরা
সমাজ বিধায় বিধান গড়ে বৈষমেই ভরা।
তাদের গড়া ভূবন মাঝি তপ্ত গরল বায়
বইতে চলে সইতে চলে গরিব
যায়া হায়।
হায় রে কানু কেমন তোর ঐ ইসরাকূলের কূল
গড়তে ধরা মনোহরা করলি কতই ভুল।
তোর সে সাধের বসুন্ধরায় হায়না রাজের চল
কেনই রে বল কানাই আমায় বিষের
কেনেই ঢল!
আজ করোনা রঙ তুলিতে আঁকলি রে তুই ভুই
নির্বিচারে মারিস মানুষ এমন কেনেই তুই।
তোর ভুবণে আজ পবনে কান্না কেনেই ঝরে
বদ্ধ দুয়ার পানেই সবাই বুক
চাপরে মরে।
হতাশ বাতাস দোল খেলে যায় উচাস বাতায়ন
রুদ্ধ দোরে তোরেই পূজে হারিয়ে হৃদয় মন।
সং সেজে তুই মাটির মূরত দেখতে কেমন পাবি
আমার হাতেই তালুর তলেই তোর
দুয়ারের চাবি।
কেহই তো আর গুণ গাবে নি ভুলিস যদি তুই
বলছি রে তাই আসন পাবি হারাস নারে খেই।
এক্ষুনি তোর তন্দ্রা ভেঙে যা ছুটে যা পথ
করোনার ঐ অবসানেই ছুটবে রে
তোর রথ।
হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
ভাল লাগল কাব্য ।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো, প্রিয়কবির প্রতি, ভাল থাকুন ।
কেমন আছো
নিজেকে বাঁচাও অন্যদের ও বাঁচাও
পৃথিবীর আমরা সঙ্কটময় সময়ের মুখোমুখি
যেতে হবেএখনো অনেকদুর...
রক্তিম শুভেচ্ছা ।
মানুষকে নতুন দৃষ্টিকোণ;
সেই শক্তিতে শক্তিমান হয়ে,
আমরা লড়ব কঠিন রণ।
প্রভাতী শুভেচ্ছা সহ প্রিয় কবি বন্ধু কে জানাই প্রাণ ভরা ভালবাসা।