কে আপন?
বোরহানুল ইসলাম লিটন
==============//
দু দিনের এই দুনিয়াতে
করছো বাহাদুরী,
মরলে যাবে পোকের পেটে
থাকবে জারি জুরি?
ভাবছো বসে, ক্যামনে এলে
মায়ার দুনিয়ায়?
কে তোমারে করলো সৃজন?
কোন বা মনাশায়?
কোথা হতে আহার আসে?
ক্যামনে আছো বেঁচে?
কে তোমারে করছে পালন?
চলছো হেসে নেচে।
আলো বাতাস আগুন পানি
করছে কে বা দান?
শান্তি সুখে জীবন ভরা
উচ্ছ্বসিত প্রাণ?
কোন কারণে আসলে তুমি?
করছো এখন কি?
ছন্দ সুরে গড়তে আয়ু
দিচ্ছ না তো ফাঁকি?
ক্যামনে এলে? কোথায় যাবে?
আপন কে বা পর?
কার বাড়িতে বসত করো?
কোনটা আপন ঘর?
********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৩/২০২০ইং।
গভীর অনুভূ্তির আধ্যাত্মিক কাব্য ।
মহান আল্লাহই আমাদেরকে এ মহামারী থেকে বাঁচাতে পারেন একমাত্র ।
অজস্র শু্ভেচ্ছা , ভালোবাসা ও অশেষ শু্ভকামনা প্রিয় কবি ।
ভালো ও সাবধানে থাকুন সবসময় ।
অনেক ভালোলাগা,শুভেচ্ছা রইল।
শুভেচ্ছা জানবেন কবি বন্ধু।
অমৃতলোকে যেতে হবে
আবার নতুন খেলা।
শুভেচ্ছা অনন্ত।
তুমিও হলে তার,
সে তোমাকে করছে সৃজন
যে দিছে আহার।
চমৎকার ছন্দের মিল, ভাবনার মাঝে হারিয়ে গেছি। শুভকামনা প্রিয় কবি।
সুর ছন্দে ভাব শৈলীতে অনবদ্য প্রকাশ ।
অসীম শুভেচ্ছা , ভাল থাকুন সদা , প্রিয়কবি।