মন্টি বুবু
বোরহানুল ইসলাম লিটন
==============
মন্টি আমার ছোট্ট বুবু
বুদ্ধি মাথার বেশ,
লিখতে দিলে দশ মিনিটে
পৃষ্ঠা খাতা শেষ।
শুনলে পড়া ভাবলে লোকে
মন্ত্র ওঝার মুখ,
চক কালারে আঁকলে ছবি
চমকে সবার বুক।
বক আঁকলে উপর নীচে
চার খানা দেয় ঠ্যাং,
ছাই কালারে ফুলের ছবি
দেখতে ঘরের ব্যাঙ।
বইটি যেন ঠোঁটের আগে
যেই পড়া হয় শুরু,
এক শ্বাসে সব পদ্য শুনে
মানবে সবাই গুরু।
সুরের গলা মিষ্টি অতি
তাল ছাড়া নাচ গান,
হাঁক শুনলে সকাল সাঁঝে
আঁতকে সবার প্রাণ।
উঠোন বাড়ি শ্মশান পুরি
থাকলে না তার বাড়ি,
মনের দুখে তাইতো দাদী
দেয় কেঁদে তিন আড়ি।।
=============
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০৫/২০২০ইং।
ছড়া ও জীবনবোধের কবিতা ।
অনবদ্য কাব্যিক উপস্থাপনা ।
শু্ভেচ্ছা, ভালোবাসা ও শু্ভকামনা অনন্ত ।
সু্স্থ ও সুন্দর থাকুন আজীবন ।
সুন্দর তার চঞ্চলতার কার্য্যকথা ।
শিশুতোষ, সুন্দর কাব্য ।
অশেষ শুভেচ্ছা প্রিয়কবি ।
ভালো থাকুন , সুস্থ্য থাকুন।
ভালো লাগার সাথে সম্মানিত কবির জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রেখে গেলাম।
করোনা দুর্যোগে নিরাপদ থাকুন স্বপরিবারে।।
ভালো থাকবেন সবাই
শুভেচ্ছা অন্তহীন, কবি বন্ধু।
প্রিয় কবিকে হার্দিক অভিনন্দন
ছন্দময় ছড়া কবিতা।
প্রতিবারই আপনার কবিতা'র ছন্দে মুগ্ধ হই।
অনেক অনেক শুভকামনা রইলো কবি 😍😍
ভালো থাকবেন, প্রিয় কবিবর।
আড়ির কথা ভুলে!
ছন্দে ভরা কাব্যকথা,
মুগ্ধতা হৃদয় জুড়ে।
দারুণ ছড়া কবিতা, বেশ মজার।
প্রিয় কবি সুভেচ্ছা নিরন্তর ।
রেখে গেলাম একরাশ মুগ্ধতা।
অনেক আনন্দ পেলাম
প্রিয় কবি।
শুভ কামনা রইল।