স্মৃতির দহন
বোরহানুল ইসলাম লিটন
==============
বুক করে ধুক ধুক,
অজানা ব্যথায় কেঁদে ফিরে মন
খোয়ে আপনার সুখ।
মনের গহীনে ভেসে উঠে আজি
আরেক দিনের কথা,
খেলার ছলনে চড়ুই পাখিরে
দিয়েছিনু মনে ব্যথা।
নিয়ে ছানা দুটি করে ছুটো ছুটি
বাঁচিতে মনের আশে,
বেঁধেছিলো বাসা কতো না যতনে
দালানের এক পাশে।
খেলা ভেবে মনে ভাঙ্গিনু সে ক্ষণে
ছানা করে অসহায়,
অন্ত জ্বালায় কেঁদে ফিরে মাতা
হয়ে বুঝি অসহায়।
দিনা দুই পরে ছানা গেলো মরে
মাতা পাগলিনী বেশে,
শোক ভরা বুকে সুখে বা কি দুখে
বারে বারে দ্যাখে এসে।
নয়তো কারণে নানা অকারণে
কতো পাপ হলো জমা,
আজ অসহায় মন বলে হায়
চাওয়া তো হয়নি ক্ষমা।
=================
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৪/২০২০ইং।
অসাধারণ!
খুব ভালো লেগেছে,
অনেক অনেক শুভকামনা রইলো কবি 😍😍
কত ভ্রমে কতক্ষণে করেছি কত ভুল!
ক্ষমা না পেলে চড়তেই হবে শূল!
চরম সত্যের নিপুণ কাব্যগাথা।
খুব ভালো লাগল প্রিয় কবি,
শুভ কামনা রেখে গেলাম।
শুভেচ্ছা রইল
অনবদ্য প্রকাশ প্রিয় কবি।
শুভেচ্ছা জানবেন
কত যে ঘটে জীবনে,
মনে পড়ে যখন সে কথা
পাপবোধ জাগে মনে।
ভালো লিখেছেন। ভালো থাকবেন প্রিয় কবি এই কঠিন সময়ে।
তাই, স্মৃতি ভরা মনোস্তাপ ।
অন্ধকার মাঝে স্মৃতির আলো
সে আলো প্রাণে লাগে ভালো
আলোটাই জীবনের সার
পথটা মাত্র উপায় বাঁচার ।
সুন্দর জীবনমুখী কাব্য ।
অনেক অনেক শুভেচ্ছা, ভাল থাকুন, সুস্থ্য থাকুন, প্রিয়কবি ।