মৃদুসংকট
***********
ঘুমের কাছে যাই গম্ভীর মুখে
স্বপ্নে যদি প্রেম আসে হঠাৎ
বলি- “রূপ দর্শনে প্রেম নেই,
রূপের প্রেমে খেয়ালী বিভ্রম
অন্তরের প্রেম নীরব গম্ভীর।”
সকাল-সন্ধ্যা চায়ের দোকানে বসি
চা-ওয়ালার চোখে চোখ রেখে বলি-
“চা যেন আত্মদর্শনের আয়না
এক কাপে বন্দি তরল নীরবতা”
সে হেসে ওঠে, আমি গম্ভীর থাকি।
লোকে বলে- “তুমি হাসো না কেন?
চোখে কি মরুর ধুলো লেগেছে?
এত কঠিন মুখে কিসের উপবাস?”
আমি বলি- “হাসি এক গভীর সংবেদন,
কেউ দেখে বিরক্তিতে, কেউ ভাবে পাগল”
তাই চুপ থাকি- শ্রেয়তা নামে হৃদয়ের দ্বারে।
একবার প্রেম এসে জিজ্ঞেস করল-
“তুমি কি একটু হাসতে পার?”
আমি মৃদু হেসে উত্তর দিলাম
“হাসিতো খুব দ্বন্দ্বের সংঘাত।”
কিছু না বলে মুখ ফিরিয়ে চলে গেল
হাসি ভেঙে দিল প্রেমের সম্ভাবনা।
ঘুমন্ত স্বপ্নে ঈশ্বর এসে বললেন-
“তুই এতো গম্ভীর কেন?
আমি তো মাঝে মধ্যে হাসি।”
জবাব দিলাম- “আপনার সৃষ্টিতে দুঃখ, মৃত্যু
তবুও আপনি হাসেন কিভাবে?”
তিনি হেসে বললেন- “সৃষ্টি বড় গম্ভীর কৌতুক
সবাই মরে যাবে, তবুও বাঁচার অভিনয় করে।”
জীবনের রহস্য অথই গভীর
তাই আজ হাঁটি একা একা
সব প্রশ্ন এড়িয়ে গম্ভীর এক অনন্ত পথে।
।।।।।।।