নীরবতার অন্তঃসার
*********************
শব্দ’রাও একদিন ফুরিয়ে যায়
থেকে যায় একান্ত নীরবতা
যা কখনোই হয় না পরাজয়ের চিহ্ন
বরং জেগে থাকে মনের অন্তরালে
প্রবল, নির্ভীক, অটুট শক্তিমত্তায়।
নীরব কথা ধ্বংসের চেয়ে বেশি শক্তিশালী
সন্ধ্যার ছায়ার মতো ধীরে নামে পরাজয়
তবু এক অদৃশ্য নক্ষত্র জ্বলে যায় নিরবধি
নিদ্রাহীন, নিস্তব্ধ চেতনার গভীরতম শিরায়
ছুঁয়ে যায় আলোহীন এক আশ্বাস।
বুকের গভীরে এ এক অনন্ত লড়াই
যার আর্তনাদ হারিয়ে যায় নীরবতার ভিড়ে।
প্রতিটি নিঃশ্বাসে বাজে অদৃশ্য এক বিষঘণ্টা
তার প্রতিধ্বনিতে মরে যায় অন্তর্গত শক্তি।
দেখে না কেউ সেই ভার যা প্রতিদিন মত্যু ঘটায়
নিম্নগামী অথই যন্ত্রনায় জয়ের নেশা কেটে যায়।
জয় কেবল শিরোপা নয়;
জয় মানে পেরিয়ে যাওয়া দূরত্বের প্রতিটি দেয়াল।
পরাজয় নয় শুধু হেরে যাওয়া
পরাজয় মানে ধীরে ধীরে অগ্রসর হওয়া,
বীরত্ব মানেই মঞ্চে উম্নুক্ত উপস্থাপনা নয়
বীরত্ব মানে নিজেকে প্রতিদিন অতিক্রম করা
অস্তিত্বের সীমারেখায় দাঁড়িয়ে থাকা
জীবন এক দীর্ঘ, একাগ্র স্বগতোক্তি।
হার মানেই শুধু পরাজয় নয়
হার মানে জয়ের গভীরতম সুবাস
আর নীরবতার অন্তঃসারেই জয়ের সন্ধান।
।।।।।।।।।।।।