দুটি পরিবারের সমন্বয়ে হয়
নারী-পুরুষের বাগদান
আত্মীয় বন্ধন আত্মা দিয়ে
অক্ষুন্ন থাকবে সম্মান।


জীবনের এই ঘূর্ণিপাকে পেতে
চাই কত প্রতিদান
সামান্য বিষয়ে দুই জনের মধ্যে
হয় কত মান অভিমান।


একাকী সংসারে দেখিনি কখনো
হয়েছে কেউ সুখী।
সংসার হলো মায়ার বাঁধন
হয়েছে কেউ দুখী।


সংসার জীবনে থাকবে তোমার
নানান চাওয়া ও পাওয়া
ধৈর্য ধরে থাকতে হবে
মিলবে সুখের ছোঁয়া।


সংসার জীবনে করেছে যারা
অকারণে রাগ
তাদের জীবনে নিশ্চিত পড়েছে
সুখের পথে দাগ।


দুজনের মধ্যে না থাকে যদি
সত্য ও প্রকৃত ভক্তি
সেই সংসারে মিলেনা কোনদিন
যন্ত্রণা থেকে মুক্তি।


ইচ্ছা করলেই করা যায়
মনের মতো সংসার গড়া
যদি থাকে দুজনের মধ্যে
নির্ভুল বোঝাপড়া।


শুরু থেকে থাকে যদি
স্বামী-স্ত্রী অটল
তাদের সংসারে কোন দিন
থাকবেনা ফাটল।