দুটি পরিবারের সমন্বয়ে হয়
নারী-পুরুষের বাগদান
আত্মীয় বন্ধন আত্মা দিয়ে
অক্ষুন্ন থাকবে সম্মান।
জীবনের এই ঘূর্ণিপাকে পেতে
চাই কত প্রতিদান
সামান্য বিষয়ে দুই জনের মধ্যে
হয় কত মান অভিমান।
একাকী সংসারে দেখিনি কখনো
হয়েছে কেউ সুখী।
সংসার হলো মায়ার বাঁধন
হয়েছে কেউ দুখী।
সংসার জীবনে থাকবে তোমার
নানান চাওয়া ও পাওয়া
ধৈর্য ধরে থাকতে হবে
মিলবে সুখের ছোঁয়া।
সংসার জীবনে করেছে যারা
অকারণে রাগ
তাদের জীবনে নিশ্চিত পড়েছে
সুখের পথে দাগ।
দুজনের মধ্যে না থাকে যদি
সত্য ও প্রকৃত ভক্তি
সেই সংসারে মিলেনা কোনদিন
যন্ত্রণা থেকে মুক্তি।
ইচ্ছা করলেই করা যায়
মনের মতো সংসার গড়া
যদি থাকে দুজনের মধ্যে
নির্ভুল বোঝাপড়া।
শুরু থেকে থাকে যদি
স্বামী-স্ত্রী অটল
তাদের সংসারে কোন দিন
থাকবেনা ফাটল।
চমৎকার জীবনমুখী প্রেমের কবিতা, ভাল লাগলো, শুভকামনা রইল।-
কবি,প্রেমের কবিতা সুখের ছোঁয়া বেশ লাগল,মুগ্ধ হলাম।
অসাধারণ লেখনী!
এতো অল্প কথায়,
এতো গভীর ভাবনার প্রকাশ,
খুব ভালো লেগেছে,
অনেক অনেক শুভকামনা রইলো কবি
একেবারে যথার্থ অনুধাবন
সুন্দর কাব্যিক উপস্থাপনা
হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি
ঘরে থাকুন সুস্থ থাকুন।
সুন্দর জীবনমুখী প্রকাশ প্রিয় কবি।
পাঠে মুগ্ধ হলাম।
মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
চমৎকার উপলব্ধির আঙ্গিকে জীবনমুখী কবিতা,
ঘরে থাকুন, সুস্থ থাকুন।
অনেক অনেক শুভকামনা রইল কবির জন্য 😍😍
সেই, বোঝাপড়া না থাকলে সংসার কখনই সুখের হতে পারে না। অপূর্ব সুন্দর নিবেদন। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।