আঁধার ঘরের আলো
মোঃ বুলবুল হোসেন
রচনাঃ ২০-১২-২০২৩ ইং


তুমি আমার রাতের আকাশ আমি তোমার রবি,
ঐ আকাশের গল্প কথা লিখে চলে কবি।
তুমি আমার পূর্ণিমার চাঁদ আঁধার ঘরের আলো,
সত্যি বলছি অন্য কাউকে আর বাসি না ভালো।


তুমি আমার ফুল বাগানের ফুটন্ত এক কলি,
মৌমাছি সব বলে গেলো তোমার ফুলের অলি।
তুমি আমার প্রেম নদীতে পাল তুলা এক তরী,
সেই নদীতে নাও চালাতে প্রেম নদীতে ঘুড়ী ।
তুমি আমার পূর্ণিমার চাঁদ আঁধার ঘরের আলো,
সত্যি বলছি অন্য কাউকে আর বাসি না ভালো।


তুমি আমার মন গহীনে পোষা ময়না পাখি,
এই হৃদয়ের আলতো ছোঁয়ায় যত্ন করে রাখি।
তুমি আমার পূর্ণিমার চাঁদ আঁধার ঘরের আলো,
সত্যি বলছি অন্য কাউকে আর বাসি না ভালো।