একটু দিবে ঠাঁই
মোঃ বুলবুল হোসেন

তুমি আমার পরান পাখি
সারা জীবন চাই,
সাদা মনের মানুষ আমি
একটু দিবে ঠাঁই।

তোমায় নিয়ে স্বপ্ন দেখি
পাশে থেকো রোজ,
সকাল বিকাল তুমি জেনো
রাখো আমার খোঁজ।

মিষ্টি করে ঠোঁটের কোণে
একটু হাসি দাও,
আমার প্রেমের ছোঁয়া টুকু
হাসিমুখে নাও।

আমার রাজ্যে রানী তুমি
মোদের প্রেমের রাজ,
তোমার প্রেমের পরশ দিতে
নিত্য নতুন সাজ।

সুখে দুঃখে সারা জীবন
মোরা পাশে রই,
দুঃখের বোঝা মাথায় নিয়ে
হেসে কথা কই।